পার্কে গিয়ে দু’জনে কাছাকাছি বসেন! এমন অভ্যাস থাকলে সাবধান হোন, না হয় বিপদ হতে পারে
পার্কেও নজরদারি। অসামাজিক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে এলাকার বেশ কিছু পার্কে সিসিটিভি ক্যামেরা বসাবে বিধাননগর সিটি পুলিশ।
যেসব এলাকায় অশান্তি হওয়ার প্রবণতা রয়েছে, সেখানেও বসবে ওই ক্যামেরা। অনেক সময় দেখা গিয়েছে, বিভিন্ন পার্কে অসামাজিক কাজকর্ম হয়। সিসিটিভি ক্যামেরা থাকলে তা পুলিশের কন্ট্রোল রুম থেকে সরাসরি দেখা যাবে।
যেসব পার্ক অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় বা যেগুলিতে আলো কম, সেগুলিতে ভালভাবে নজরদারি করা যাবে। অনেক ক্ষেত্রে গন্ডগোল হওয়ার পর সেই ঘটনা সম্পর্কে জানতে স্থানীয়দের উপরে নির্ভর করতে হয় পুলিশকে। কিন্তু তখন অনেকেই মুখ খুলতে চান না। তাই ভরসা ক্যামেরায়।
তবে অনেক যুগলই তো পার্কে যান। তাঁদের গোপনীয়তাতেও নজরদারি চালাবে পুলিশ? যুগলেরা পার্কে যেতেই পারেন। কোনও বিধিনিষেধ নেই। কোনও যুগল হেনস্থার শিকার হলে তা-ও তো ধরা পড়বে ক্যামেরায়। যদি কোনও অশালীন কাজকর্ম হয়, সেক্ষেত্রেও পুলিশ ব্যবস্থা নিতে পারবে।-এবেলা
মন্তব্য চালু নেই