‘বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া হবে না’

আগামী নির্বাচনে বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার বিকালে রায়গঞ্জে ‘রক্তাক্ত ভূইয়াগাতী দিবস’ স্মরণে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক সভায় তিনি একথা জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনে অন্য কোনো ফরমুলা দিয়ে লাভ নেই। ভারত ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ওই নির্বাচনে বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া হবে না।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বিএনপি ২০১৪ সালে নির্বাচন বর্জন করে জনগণ থেকে দূরে সরে গেছে। ইতিহাস বলে- যারা নির্বাচন বর্জন করে, তারা বরাবরই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।’

বিএনপি আগামী নির্বাচনকেও বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, নির্বাচন পরিচালনা এবং নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করার আন্দোলনে ৬ মার্চ আইনশৃংখলা বাহিনীর গুলিতে ভূইয়াগাতীতে ছাত্রনেতা জসমত, আনন্দ, রানা ও বুলবুল নিহত হন। তাদের স্মরণে হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ মাঠে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ এই সভার আয়োজন করে।

রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।



মন্তব্য চালু নেই