প্রতিযোগিতায় সেরা সু্ন্দরী উট পাবে ২৫ মিলিয়ন পাউন্ড!
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে উটের সুন্দরী প্রতিযোগিতা। ব়্যাম্পে হাঁটবে সুন্দরী উটের দল৷ কে হবে সেরা সুন্দরী উট এই নিয়ে আলোচনা তুঙ্গে৷
আগামী ১৯ মার্চ তারিখে শুরু হবে ‘কিং আবদুল আজিজ ক্যামেলস ফেস্টিভ্যাল’ নামে সুন্দরী উটের প্রতিযোগিতা। চলবে এপ্রিলের ১৭ তারিখ পর্যন্ত। এ উপলক্ষে সেখানে জড়ো হয়েছে তিন লাখ উট। সেরা সুন্দরী উটকে ২৫ মিলিয়ন পাউন্ড পুরস্কার দেওয়া হবে। খবর সংবাদমাধ্যম ডেইলি মেইল।
তবে শর্ত রেখেছে উৎসব কর্তৃপক্ষ৷ উট সুন্দরীদের সৌন্দর্য বৃদ্ধিতে কোনও কৃত্রিম পদ্ধতির আশ্রয় নেওয়া যাবে না। তাদের প্রাকৃতিক সৌন্দর্য একমাত্র বিচার্য৷ আকর্ষণীয় কান, দীর্ঘ চোখের পাতা আর আদর্শ কুঁজের গড়নেই সেরা সুন্দরী নির্বাচিত হবে।
জাত ও রঙের বিচারে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে উটগুলিকে। প্রতিটি উটকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে। মাথার আকার, দাঁত, ঠোঁট, গলার দৈর্ঘ্য, কুঁজের গড়ন বিবেচনা করে তাদের প্রতিযোগিতায় নামানো হবে।
মন্তব্য চালু নেই