বসকে খুশি রাখতে টোটকা, সঙ্গীকে নিয়ে দিনের শেষে বিছানায় যান

অফিসের বা সারাদিনের কাজের চাপ সামলাতে গিয়ে আপনি ক্লান্ত? পরের দিন কীভাবে অফিস যাবেন ভাবছেন? এক নতুন গবেষণা বলছে এরকম দিনে বাড়ি ফিরে সঙ্গীর সঙ্গে সেক্স আপনার পরের দিনের কাজের গতি বাড়িয়ে দিতে পারে।

ওরেগন স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওরেগন এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা ১৫৯ জন বিবাহিত কর্মীদের উপর দু’সপ্তাহ ধরে সমীক্ষা চালিয়েছে।

তাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়। সেই উত্তর থেকে দেখা যাচ্ছে, যে সব কর্মীরা বাড়ি ফিরে সেক্স করেছেন, পরের দিন তাদের মন বেশ ফুরফুরে ছিল। তার প্রভাব কাজের ক্ষেত্রেও ইতিবাচক ছিল। বেশিক্ষণ তারা কাজ করেছেন এবং খুশি মনে থেকেছেন সারাদিন।

শুধু তাই নয়, গবেষকরা বিবাহিত জীবন নিয়ে সন্তুষ্টি ও কেমন ঘুম হয়েছিল তাও খতিয়ে দেখেন। এই দু’টি বিষয়ও ২৪ ঘণ্টা মন তাজা রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয় বলে গবেষকদের মত।

গবেষণার ফল কিন্তু পুরুষ ও মহিলা দু’জনের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। আসলে যৌন মিলনের ফলে ডোপামাইন ও অক্সিটোসিনের মত হরমোনের নিঃসরণ হয়। যা মুড ভালো করার জন্য অব্যর্থ বলে মনে করেন গবেষকদলের অন্যতম সদস্য কিথ লিভিট।

পরের দিন মুড ভালো থাকলে কাজও ভাল হবে আর অফিসে বস ও খুশি থাকবে।



মন্তব্য চালু নেই