সুলতান সুলেমান-এর ‘ফোর্থ’ সিজন শেষ হচ্ছে আজ
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভির বহুল জনপ্রিয় সিরিয়াল ‘সুলতান সুলেমান’-এর ‘ফোর্থ’ সিজন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। প্রায় দেড় বছর ধরে বাংলায় ডাবিংকৃত এই ধারবাহিকটি নিয়মিত দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে।
তুরস্কের অটোমান সাম্রাজ্যের ঘটনা নিয়ে নির্মিত এই ধারাবাহিকটির কয়েকটি সিজন ইতিমধ্যে পুনঃপ্রচার করেছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সুলতান সুলেমান’ এর ‘ফিফথ’ সিজনটি প্রচারিত হবে। ধারবাহিকটির বিশ্লেষণ করলেও দেখা যায়, ‘ফিফথ’ সিজনটিই হতে পারে জনপ্রিয় এই সিরিয়ালটির শেষ সিজন।
মন্তব্য চালু নেই