১২টি লক্ষণ দেখে চিনে নিন জঙ্গি
জঙ্গি চেনার কতগুলি সহজ রাস্তা আছে, আর এই পন্থাটা তখনই কাজে লাগতে পারে যদি একজন সচেতনভাবে নিজের চারপাশটা খেয়াল রাখতে পারেন। এখন এমনই পরিস্থিতি হয়েছে যে সাধারণ মানুষ ঘরের বাইরে কোনও নিরাপত্তা বোধই করছেন না। যখন-তখন অমোঘ মৃত্যুভয় যেন তারা করে চলেছে। বাইরে বের হলে এই জিনিসগুলি খেয়াল রাখুন…
১. একজনের চোখে-মুখের অদ্ভুত চাহনি— চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করুন তাতে কোনও অস্বাভাবিকতা ধরা পড়ছে কি না। কারণ, ‘আইস আর দ্য ইনডেক্স অফ মাইন্ড’।
২. সন্দেহজনক গতিবিধি।
৩. অদ্ভুতভাবে সেলফি তুলছে কেউ। বিশেষ করে সিকিউরিটির দিকে মোবাইল তাক করে সেলফি তুললে কেন এমনটা বোঝার চেষ্টা করুন।
৪. কেউ একজন তাঁর লাগেজ অলক্ষ্যে রেখে পালিয়ে যাচ্ছেন।
৫. ইন্টারনেট এবং সোশ্যাল মডিয়ায় অস্বাভাবিক পোস্ট।
৬. অকারণে ভারী এবং ওভার সাইজের ব্যাগ বয়ে নিয়ে যাওয়া।
৭. অকারণে অস্বাভাবিক বড় ধরনের পোশাক পরে থাকলে।
৮. চারিদিকে সারভাইল্যান্স ক্যামেরা দিকে তাকিয়ে থাকা ভাবুকরা।
৯. নিরাপত্তা বূহ্যের ভিতর দিয়ে তাড়াতাড়ি বের হওয়ার প্রবণতা।
১০. প্রবলভাবে জোর করে কাশি।
১১. অস্বাভাবিক আচরণ।
১২. নিজেকে ওভার স্মার্ট দেখানো।
সূত্র: এবেলা
মন্তব্য চালু নেই