গনপূর্ত বিভাগের গাছ বিক্রির অর্থ আত্মসাত মামলায়

ঝালকাঠির পৌর মেয়র ও প্যানেল মেয়রের বিরুদ্ধে দুদক’র তদন্তে ৯কাউন্সিলর সহ ১০জনের সাক্ষ্য প্রদান

ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন ও প্যানেল মেয়র-১ প্রনব কুমার নাথ ভানুর বিরুদ্ধে গনপূর্ত বিভাগের মূল্যবান গাছ বেআইনী ভাবে কেটে বিক্রি সহ অর্থ আত্মসাতের মামলায় শুরু হওয়া দুদক এর তদন্তে বুধবার দ্বিতীয় দফায় ৯ কাউন্সিলর সহ ১০ জন সাক্ষ্য প্রদান করেছে।

ঝালকাঠি বিশেষ জেলা জজ আদালতে নির্দেশে দায়েরকৃত বিশেষ মামলায় (নং ৩/১৪) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা বরিশাল এর সহকারী পরিচালক মোঃ বাহাদুর আলম তদন্তের সার্থে তথ্য সরবরাহের জন্য নোটিশ পেয়ে ১৭ ডিসেম্বর সকালে তারা (দুদক কার্যালয়ে হাজির হয়ে দিনভর এ সাক্ষ্য প্রদান করেন।

দুদক এর তদন্তের দায়িত্বপ্রাপ্ত সমন্বিত জেলা বরিশাল সহকারী পরিচালক মোঃ বাহাদুর আলম প্রেরীত পত্রে উল্লেখ করা হয়েছে, এতদ্বারা জানানো যাচ্ছে যে ঝালকাঠি বিজ্ঞ বিশেষ জেলা জজ আদালতে দায়েরকৃত অর্থ আত্মসাত সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক সাক্ষ্য স্মারক দাখিলের জন্য ১৭ ডিসেম্বর সকাল ১০ টায় তদন্ত কর্মকর্তার কার্যালয়ে হাজির হবেন।

সে অনুযায়ী বুধবার প্যানেল মেয়র-২ কাউন্সিলর রেজাউল করিম জাকির, প্যানেল মেয়র-৩ কাউন্সিলর লতিফা হেলেন, কাউন্সিলর নাসিমা কামাল, কাউন্সিলর আলমগীর হোসেন, মজিবুর রহমান, মোঃ মাহাবুবুজ্জামান, মোশারেফ হোসেন, মোঃ সেলিম মুন্সি, মোঃ রফিকুল ইসলাম ও পৌর এলাকার বাসিন্ধা সোহেল হোসেন স্বশরীরে হাজির হয়ে সাক্ষ্য স্মারক দাখিল করেন।

এরপূর্বে সোমবার প্রথম দফায় মামলার বাদী পৌর কাউন্সিলর হুমায়ূন কবির খান, মোঃ আনোয়ার হোসেন উপ-বিভাগীয় প্রকৌশলী গনপূর্ত সিভিল উপ-বিভাগ ঝালকাঠি ও মোঃ নওয়াব আলী তৎকালীন ঝালকাঠি উপ-বিভাগীয় প্রকৌশলী-৩, সিভিল তাদের সাক্ষ্য প্রদান করেছেন। দ্বিতীয় দফায় বুধবার মামলার বাকী ১০ সাক্ষী তাদের সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে এপর্যন্ত ১৩ জনের সাক্ষ্য স্মারক দাখিল সম্পন্ন হয়েছে বলে জানা গেছে

প্রসঙ্গত, শিল্পকলা একাডেমির বিপরীতে ঝালকাঠি গনপূর্ত বিভাগের সি-টাইপ কলোনীর কয়েক লাখ টাকা মূল্যের সরকারী গাছ সংম্লিষ্ট বিভাগ ও বনবিভাগের অনুমতি বা পরিমাপ ব্যেতিরেখে তারা কেটে বিক্রি করে সমুদয় অর্থ আত্মসাত করেছে অভিযোগে কাউন্সিলর হুমায়ূন কবির খান বিশেষ মামলার (নং ৩/১৪) দায়ের করেন।

বাদীর ১৯৪৭ সনের দূর্নীতি প্রতিরোধ ২নং আইনের ৫ (২) ও দ:বি: ১৬৫/১৬৫ (ক)/১৬৬/৪০৯/১০৯/১১৪ ধারায় দায়েরকৃত উক্ত অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন প্রদানের জন্য দুর্নীতি দমন কমিশন কে ঝালকাঠি বিশেষ জেলা জজ আদালত নির্দেশ দেন।



মন্তব্য চালু নেই