‘ছাত্রলীগ নিয়মিত ছাত্রদের সংগঠন’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেছেন, ভবিষ্যতে কোনো অছাত্রের জায়গা ছাত্রলীগে হবে না। ছাত্রলীগ নিয়মিত ছাত্রদের সংগঠন, মেধাবীদের সংগঠন। ছাত্ররাই ছাত্রদের দুঃখ কষ্ট বুঝতে পারবে। তাই নিয়মিত ছাত্রদের দিয়ে নেতৃত্ব তৈরি করা হবে।
রোববার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ পৌরসভা এবং কমলগঞ্জ কলেজ শাখার সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাদকাসক্তরা কখনো নেতৃত্বের জন্য যোগ্য বিবেচিত হবে না। ছাত্রলীগ মাদকমুক্ত সমাজ গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্রলীগের আন্দোলন চলমান।
তিনি আরও বলেন, আগে বিশ্বজয় করতে অস্ত্রের প্রয়োজন ছিল। হিটলার অস্ত্রের মাধ্যমে বিশ্বজয় করতে চেয়েছিল কিন্তু পারেনি। চলনশক্তিহীন স্টিফেন হকিং ঠিকই মেধার জোরে বিশ্বের সব প্রান্তে পৌঁছে গেছেন। তাই আজকের তরুণ সমাজকে মেধার মাধ্যমে বিশ্বজয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
এ সময় তিনি উপস্থিত ছাত্রদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করে প্রকৃত শিক্ষা নেয়ার আহ্বান জানান।
সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব হাসান সুইম, যুগ্ম-সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ধর্ম সম্পাদক খায়ের চৌধুরী ও বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জোতিক টিকাদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই