‘লড়াই করব তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না’

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কোনো জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করব। লড়াই করব তবু শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না।’ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে রোববার দুপুরে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘সরকারদলীয় নেতারা একবার বলেন খলেদা জিয়াকে জেলে পাঠাবে, আবার বলেন বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে। তারা এভাবে আর কত ভয় দেখাবে? আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। এতে কোনো ধরনের আপস নয়।’

তিনি আরও বলেন, ‘জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করব। তবু শেখ হাসিনার অধীনে নির্বাচন করব না। যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করতে পারব না। কোনো আপস নয়, শুধু সংগ্রাম।’

গয়েশ্বর বলেন, ‘নৌকা ডুবে যাওয়ার ভয় নাই, কারণ পদ্মায় পানি নাই, নৌকা ডুববে না। নৌকা না ডুবলেও, নৌকার তলা ফেটে যাবে।’

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর তো নিবন্ধন নেই। তাহলে লাইসেন্সবিহীন রাজনৈতিক দলের ভয়ে আপনারা এত আতঙ্কিত কেন? বিএনপিকে বলা হয় জামায়াত ছাড়তে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপির জামায়াত ছাড়তে হবে কেন? জামায়াতের তো নিবন্ধনই নেই তাহলে তাদের ছাড়লেই কী না ছাড়লেই কী?’

আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমীন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।



মন্তব্য চালু নেই