প্রেমিকার সঙ্গে ‘বাহুবলী’ অভিনেতার ঘনিষ্ঠ ছবি ফাঁস!
‘বাহুবলী’ ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী অভিনেতা রানা ডাগ্গুবতী। ‘বাহুবলী’র সিক্যুয়েল দিয়েও আলোচনায় ছিলেন। কিন্তু এবার আলোচনায় উঠে আসলেন ভিন্ন একটি কারণে। বান্ধবী তৃষা ও তার অন্তরঙ্গ সময়ে তোলা একটি ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। খবর আনন্দবাজারের।
বেশ কিছুদিন ধরে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল তৃষা কৃষ্ণনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন রানা। এবার হাজির হলো প্রমাণ। গত শুক্রবার তামিল টিভি উপস্থাপক ও গায়িকা সুচিত্রা কার্তিক তার টুইটার অ্যাকাউন্টে রানার রানা-তৃষার ছবিটি শেয়ার করেছেন।
ছবিটি ভাইরাল হওয়ার পর সুচিত্রা অবশ্য জানান, তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তার স্বামী ফেসবুকে বলেছেন, ‘অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। আমরা সেটি পুনরুদ্ধার করতে পেরেছি। গত কয়েকদিন ধরে যা পোস্ট হয়েছে তার কোনওটাই সুচিত্রার করা নয়। আমরা গোটা ঘটনায় দুঃখিত। ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। ‘
তবে ছবিতে যাদের দেখা গেছে সেই রানা ও তৃষা এখন পর্যন্ত মুখ খোলেননি।
মন্তব্য চালু নেই