৪৩ ওয়েবসাইট থেকে শিখে নিন নতুন কিছু
ইনটারনেটজুড়ে রয়েছে প্রচুর ওয়েবসাইট। বিভিন্ন বিষয় নিয়ে এই ওয়েবসাইটে পাবেন বিভিন্ন তথ্য। কিন্তু কোন ওয়েবসাইট আপনার সত্যিকারভাবে কাজে দেবে তা বের করা মুশকিল।
বিজনেস ইনসাইডার এমন ৪৩ ওয়েবসাইটের তালিকা দিয়েছে যেখানে আপনি নতুন কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। নিজের জ্ঞান সমৃদ্ধ করতে পারবেন ও দক্ষতা বাড়াতে পারবেন।
জ্ঞান সমৃদ্ধির জন্য :
১. টেড / টেড-এন – নিজের চিন্তা-ভাবনাকে এখানে ছড়িয়ে দিতে পারবেন। অন্যদের সঙ্গে আলোচনাও করতে পারবেন।
২. কিওরিসিটি – আপনি আপনার পছন্দমতো ভিডিও এখানে খুঁজে পাবেন।
৩. ইনভেস্টোপিডিয়া – অর্থ সংক্রান্ত সব শিক্ষা এখানে পাবেন।
৪. ওপেন কালচার – উন্মুক্ত শিক্ষাকেন্দ্র বলা যায় এই ওয়েবসাইটকে।
৫. হাও স্টাফস ওয়ার্ক – হাজার হাজার বিষয়ে ব্যাখ্যা পাবেন এখানে।
৬. পপুলার সায়েন্স – সাম্প্রতিক বিজ্ঞান ও প্রযুক্তির সব তথ্য পাচ্ছেন এখানে।
৭. এইওএন – গভীরভাবে যারা চিন্তা করতে পছন্দ করেন তাদের জন্য এই ওয়েব।
৮. দ্য আটলান্টিক – সাম্প্রতিক বিষয়ে আলোচনার জন্য চমৎকার ওয়েবসাইট এটি।
৯. বুক অব লাইফ – নিজের জীবনের সকল বাস্তবতা জানার জন্য এই ওয়েব।
১০. ম্যাটারস – যারা গল্প বলতে ভালোবাসেন তাদের জন্য এই ওয়েব।
ব্লগ :
১১. ওয়েট বাট হোয়াই
১২. ব্রেইন পিকিং
১৩. ব্যাক রিঅ্যাকশনস
১৪. ইউ আর নট সো স্মার্ট
১৫. হ্যালো ইনটারনেট
১৬. হুইজপাস্ট
১৭. বার্কিং আপ দ্য রং ট্রি
১৮. ২০ মিনিটস ভিসি
নতুন কিছু শেখার জন্য :
১৯. কাহুট – খেলায় খেলায় নতুন কিছু শিখতে চাইলে এই ওয়েবের তুলনা নেই।
২০. ল্যুমোসিটি – বিজ্ঞান বিষয়ক এই খেলায় নিজের জ্ঞানকে যাচাই করার সুযোগ পাচ্ছেন।
২১. মেমরাইজ – ভাষা ও নতুন নতুন শব্দ শেখার জন্য চমৎকার ওয়েবসাইট এটি।
২২. ম্যাকাট – নিজের জ্ঞান বাড়াতে পারবেন এখানে।
২৩. ডুয়োলিংগো – ফ্রিতে ভাষা শিক্ষা পাচ্ছেন এখানে।
২৪. ডিগ্রিড – সব ধরনের শিক্ষা এখান থেকে আপনি নিতে পারবেন।
সামাজিক মাধ্যম :
২৫. কোরা – জ্ঞানী মানুষদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে।
২৬. সোক্র্যাটিক – শিক্ষকদের কাছ থেকে যে কোনও প্রশ্নের উত্তর পাবেন আপনি।
২৭. ডিক্লারা – নতুন নতুন তথ্য সংগ্রহ, আবিষ্কার ও শেয়ার করার জন্য এই ওয়েব।
২৮. স্ট্যাক এক্সচেঞ্জ – প্রশ্ন ও উত্তর উভয়ই করতে পারবেন এখানে।
২৯. জুনিভার্স – বিভিন্ন ধরনের গবেষণা করা ও তা প্রকাশ করে এই ওয়েব।
৩০. ইনস্ট্রাক্টেবলস – নিজে শেখার জন্য খুবই ভালো একটি ওয়েবসাইট এটি।
৩১. অ্যাকাডেমিয়া – শিক্ষাগত যে কোনও বিষয়ে তথ্য পাবেন এখানে।
নতুন নতুন কোর্সের জন্য :
৩২. কোর্সেরা – সারাবিশ্বের যে কোনও বিষয়ে কোর্সের জন্য আপনি আসতে পারেন এই ঠিকানায়।
৩৩. হাইব্রো – প্রতিদিন পাঁচ মিনিটের কোর্স আপনার ইনবক্সে পাঠানো হবে।
৩৪. ইউডেমি – যোগব্যায়াম থেকে ফটোগ্রাফি যে কোনও বিষয়ে কোর্স করতে পারবেন এখানে।
৩৫. ফিউচার লার্ন – বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা থেকে কোর্স করতে পারবেন এখানে।
৩৬. এমআইটি ওপেন কোর্স ওয়্যার – সকল এমআইটি কোর্স ভার্চুয়ালি করতে পারবেন।
৩৭. ইউডেসিটি – বিভিন্ন কোর্স ও প্রোজেক্টের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবেন।
৩৮. এডএক্স – এমআইটি ও হার্ভার্ডের সমমানের শিক্ষা নিতে পারবেন এখানে।
৩৯. কোডঅ্যাকাডেমি – বিভিন্ন কোড শিখতে পারবেন।
৪০. খান অ্যাকাডেমি – আপনি আপনার যে দক্ষতা কাজে লাগাতে চান, এখানে তা করতে পারবেন।
৪১. অ্যাকাডেমিক আর্থ – ফ্রি কলেজ কোর্স ও শিক্ষামূলক ভিডিও পাবেন এখানে।
৪২. চেসঅ্যাকাডেমি – দাবা খেলার কোর্স করতে পারবেন এখানে।
৪৩. হাও টু স্টার্ট এ স্টার্ট আপ – উদ্যোক্তাদের জন্য খুবই ভালো ওয়েবসাইট এটি।
সূত্র-বিজনেস ইনসাইডার
মন্তব্য চালু নেই