বুকে গেঁথে আছে তির! সামান্য অপরাধে ভাইকে শাস্তি দিল দাদা
দাদার উঠনে ছোট ভাইয়ের পোষা মুরগি ঢুকে গিয়েছিল। আর এই সামান্য কারণেই ভাইকে লক্ষ্য করে তির মারে দাদা। তির লাগে ভাইয়ের গলায়। আশঙ্কাজনক অবস্থায় ভাইকে মেদিনীপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার এই ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম থানার পুকুরিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, ছোট ভাই সত্যেন সিটের মুরগিটি, পাশেই তার দাদা অমূল্য সিটের বাড়ির উঠনে চলে গিয়েছিল। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা ও মারামারি হয়। বচসার মাঝে হঠাৎই ধনুক নিয়ে এসে ভাইকে লক্ষ্য করে তির চালায় অমূল্য৷ যা গিয়ে বিঁধে যায় সত্যেনের গলায়৷ সঙ্গে সঙ্গেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে নয়াগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত অমূল্য ও তার স্ত্রী পালাতে চেষ্টা করলে গ্রামবাসীরা গাছে বেঁধে মারধর করে৷ পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নয়াগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
সত্যেন খুবই দরিদ্র। শালপাতা শেলাই করে সংসার চলে তাঁর। আপাতত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে সে৷
মন্তব্য চালু নেই