শচীনের দেখা সেরা ছবি পিকে
বলিউড অভিনেতা আমির খান আর ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বন্ধুত্বের সম্পর্কের কথা সবার জানা। তাই তো আমির খান তার নতুন ছবি পিকে মুক্তির আগেই বন্ধুকে দেখালেন ছবিটি। বিশেষ এ প্রদর্শনীতে আমিরের আরো কিছু কাছের বন্ধু উপস্থিত ছিলেন।
শচীন টেন্ডুলকার ছবিটি দেখে বেশ প্রশংসা করেন আমিরের। শচীন পিকে নিয়ে ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমার কাছে ছবিটি খুবই ভালো লেগেছে। গল্প নিয়ে কিছু বলা যাবে না। ছবিতে আমির অনেক ভালো অভিনয় করেছে। হয়তো এটা তার সেরা অভিনয়। আর আমার দেখা সেরা ছবিও পিকে।’
রাজ কুমার হিরানি পরিচালিত এ ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর। ছবিতে আমিরের নায়িকা হিসেবে আছেন আনুষ্কা শর্মা। এরই মধ্যে ছবিটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে মানুষের।
মন্তব্য চালু নেই