তুরস্কের সীমান্তে সিরিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত
তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দালু এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা রবিবার সকালে এ খবর প্রকাশ করেছে।
সিরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তুর্কি সীমান্তের কাছে তাদের একটি যুদ্ধবিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
অনুসন্ধানী দল গোয়েন্দা বিমানটির পাইলটের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। পাইলট নিরাপদে বিমানটি থেকে বের হতে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম জানান, সিরিয়ার একটি মিগ-২৩ যুদ্ধবিমান তুরস্কের সীমান্তবর্তী হাতেই প্রদেশের সামানদাগ শহরের কাছে বিধ্বস্ত হয়।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো পরিষ্কার নয়। খারাপ আবহাওয়ার কারণে সেটা বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই এলাকায় একটি সক্রিয় উগ্রবাদী গোষ্ঠী আহরার আশ-শাম দাবি করেছে, বিমানটি তারা গুলি করে ভূপাতিত করেছে।
মন্তব্য চালু নেই