“শ্রীমঙ্গলে ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু”

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ- ০৪ই মার্চ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। স্হানিয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন স্থানীয় এমপি অালহাজ্ব উপাধ্যক্ষ মো. অাব্দুস শহীদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার মো. মোবাশশেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, বাডস মডেল কলেজের অধ্যক্ষ জাফর অাহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ ব্যক্তিবর্গ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অায়োজন করে।

এ উপলক্ষে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ১৪ টি স্কুল ও কলেজের ১৪টি স্টল স্হান পেয়েছে। এসব স্টলে প্রায় শতাধিক প্রকল্প প্রদর্শীত হচ্ছে।



মন্তব্য চালু নেই