গ্যাসের দাম বৃদ্ধি: ‘অবস্থান প্রতিবাদ কর্মসূচি’তে বিএনপি
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিএনপির `অবস্থান প্রতিবাদ কর্মসূচি’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এই কর্মসূচি শুরু হয়েছে। এতে দলের কর্মসূচিতে কেন্দ্রীয়, ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
এই কর্মসূচি চলবে বেলা ১২টা পর্যন্ত। গত বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসার পাঁচ দিন পর গত মঙ্গলবার এই কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আবদুল আউয়াল মিণ্টো, আবদুল মান্নান, আহমেদ আযম খান, এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী প্রমুখ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা কর্মীরা সকাল থেকেই সরকারবিরোধী স্লোগানে কর্মসূচির স্থল মুখর করে রেখেছেন।
বিএনপি নেতারা বলছেন, গ্যাসের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়বে জনগণের ওপর। এ জন্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে আর স্বল্প আয়ের মানুষরা বিপাকে পড়বে।
গ্যাস সংকটের কারণে সরকার বিদেশে থেকে এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের মধ্যেই এই গ্যাস আসবে বলে আশা করছে তারা। দেশে উৎপাদিত গ্যাসের যে দাম ইউনিটপ্রতি ২.৪ ডলার, সেটি বিদেশ থেকে আনতে খরচ পড়বে আট থেকে নয় ডলার। এ কারণে গ্যাসের দাম বাড়িয়ে মূল্য সমন্বয়ের কথা জানিয়েছে সরকার।
এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১ মার্চ থেকে কার্যকর হয়েছে গ্যাসের বর্ধিত মূল্য। আগামী জুন থেকে আরেক দফা গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা অবশ্য স্থগিত হয়েছে উচ্চ আদালতের নির্দেশে।
তবে বিএনপি বলছে, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত লুটপাটের জন্য। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে দলের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হয়েছে।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত মঙ্গলবার রাজধানীতে আধা বেলা হরতাল করেছে বামপন্থী সিপিবি ও বাসদ। এই কর্মসূচিতে সমর্থন ঘোষণা করেছিল বিএনপি। তবে হরতাল সফল করতে তাতে অংশ নেয়নি দলটি।
মন্তব্য চালু নেই