হার্ট ১ দিনে পাম্প করে ৭,৫০০ লিটার রক্ত!

আপনি জানেন কী? আপনার হার্ট সারাদিনে কী পরিমাণ ধকল নেয়? মানে হার্ট যে অনবরত পাম্প করে রক্ত সংবহনে সাহায্য করে, তা তো জানেন। কিন্তু, গড়ে ঠিক কত লিটার রক্ত পাম্প করে, তা জানলে আপনি আঁতকে উঠবেন।

জানা যায়, সাড়ে ৭ হাজার লিটারেরও বেশি রক্ত। আর তার জন্য সংকোচন প্রসারণ হয় দিনে ১ লক্ষ বার। যদি ধরে নেওয়া যায় কারো ৭০ বছর আয়ু, এই জীবনকালের মধ্যে গড়ে হৃদস্পন্দন হয় আড়াইশো কোটি বার! সূত্র: এই সময়।



মন্তব্য চালু নেই