চট্টগ্রাম মহিলা লীগের কমিটিতে সার্চ কমিটির শিরীণ

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সার্চ কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. শিরীণ আখতার।

সোমবার সন্ধ্যায় নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নীলু নাগ স্বাক্ষরিত এক চিঠিতে নতুন কমিটির তথ্য জানানো হয়।

এদিকে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেছেন, আগামী ৪ মার্চ অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সম্মেলন শেষে নগরীর প্রতিটি ওয়ার্ডে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে এবং এতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় নারীদের সম্পৃক্ত করা হবে।

সংবাদ সম্মেলনে নব-নির্বাচিত কমিটির সভাপতি হাসিনা মহিউদ্দিন ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেন।

ঘোষিত কমিটিতে ছয় উপদেষ্টার মধ্যে এক নম্বরে রয়েছেন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের অনুসন্ধানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. শিরীণ আখতার।

এসময় সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগমসহ নব-নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই