কাবার ইমামের কাছে স্ত্রী বিষয়ে এ কী ফতোয়া চাইলেন সিরীয়!
সম্প্রতি মক্কা শরীফের প্রধান ইমাম সালেহ-আল-হুমাইদ টেলিভিশন অনুষ্ঠানে এক অদ্ভূত অনুরোধের মুখে পড়েন। অনুষ্ঠান চলাকালে সৌদিতে বসরত এক সিরীয় তাকে অনুরোধ করেন, যাতে নিজের বাগদত্তাকে তার বন্ধুর কাছে বিয়ে দিতে পারেন- এমন ফতোয়া জারি করতে।
ওই সিরীয় জানান, নিজের হতে যাওয়া স্ত্রীকে সৌদিতে নিয়ে যেতে সব ধরনের চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ চেষ্টা হিসেবে এই পথ ধরেছেন তিনি।
সৌদি মিডিয়া আল আরাবিয়া জানায়, তার বন্ধুর সৌদিতে রেসিডেন্ট মর্যাদা আছে। তাই সেই বন্ধুর স্ত্রী হয়ে তার বাগদত্তা সেদেশে যেতে পারবে।
তিনি আরও জানান, সৌদিতে যাওয়ার পর বন্ধুর থেকে স্ত্রীকে তালাক দিয়ে ফের নিজে বিয়ে করবেন।
পবিত্র কাবা শরীফের ইমাম এমন অদ্ভূত অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং লোকটিকে সতর্ক করে দেনএ ধরনের চাতুরির মারাত্মক পরিণতি সম্পর্কে।
এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে তার হতে যাওয়া স্ত্রী ও বন্ধুর সঙ্গে সম্পর্কে অবনতি ডেকে আনবে বলে জানান ইমাম সালেহ-আল-হুমাইদ।
সূত্র: খালিজ টাইমস
মন্তব্য চালু নেই