খাবার দিতে গিয়েছিলেন বিমানসেবিকা, হাত ধরে টানলেন এক যাত্রী…
মুম্বই থেকে নাগপুরের উদ্দেশ্যে বিমান উড়তেই বিমানসেবিকারা যাত্রীদের খাবার পরিবেশন করছিলেন। সেই সময়ই আকাশ গুপ্ত নামে ২৩ বছর বয়সি এক হার্ডওয়ার ব্যবসায়ী এক বিমানসেবিকার হাত ধরে টানেন। তখন বিমানসেবিকারা প্রতিবাদ করেন। কিন্তু তার পরেও তিনি থামনেনি। তর্ক জুড়ে দেন বিমানসেবিকাদের সঙ্গে।
বিমানসেবিকারা ফ্লাইটের পাইলটের কাছে অভিযোগ জানালে তিনি সিআইএসএফ-কে ঘটনাটি জানান। পরে আকাশ গুপ্তকে গ্রেফতার করে সোনেগাঁও-এর পুলিশ। মধ্যপ্রদেশের বাসিন্দা আকাশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে ফৌজদারি আইনের ৩৫৪ ধারায় মামলা করা হয়েছে।
জেট এরায়ওয়েজ সূত্রে জানা গিয়েছে, আকাশ গুপ্ত গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি মুম্বই বিমানবন্দর থেকে নাগপুরের বিমানে ওঠেন। তিনি মদ্যপ ছিলেন বলেই অভিযোগ।
মন্তব্য চালু নেই