‘৩৩১০’ ছাড়াও আত্মপ্রকাশ করল নোকিয়ার আরও ৩টি ফোন, জেনে নিন দাম এবং সুবিধা

নোকিয়া তাদের একসময়ের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ‘৩৩১০’-কে যে নতুন চেহারায় ফিরিয়ে আনছে তা আগেই জানা গিয়েছিল। বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নোকিয়া এই ফোনটি ছাড়াও আরও ৩টি ফোনকে প্রকাশ্যে নিয়ে এসেছে। এগুলি হল নোকিয়া ৩, নোকিয়া ৫ এবং নোকিয়া ৬।

দেখে নিন কী কী সুবিধা থাকছে এই ফোনগুলিতে?

নোকিয়া ৬

  • ডিসপ্লে স্ক্রিন ৫.৫ ফুল এইচডি
  • ৬০০০ সিরিজ অ্যামুনিয়ামের বডি
  • স্মার্ট অডিও অ্যামপ্লিফায়ার, সঙ্গে ডলবি অ্যাটমস সমৃদ্ধ ডুয়াল স্পিকার সিস্টেম
  • মেটে ব্ল্যাক, সিলভার, টেম্পার্ড ব্লু এবং কপার— এই ৪ ধরনের রঙে পাওয়া যাচ্ছে
  • দাম ১৬ হাজারের সামান্য বেশি
  • নোকিয়া ৬-এর স্পেশাল ভার্সানে ৪জিবি র‌্যাম এবং ৬৪জিবি ইন্টারন্যাল স্টোরেজের সুবিধা পাওয়া যাচ্ছে
  • এই স্পেশাল ভার্সানের দাম পেতে গেলে কয়েক হাজার টাকা বেশি দাম দিতে হবে


মন্তব্য চালু নেই