মাগুরার শ্রীপুরে সংবর্ধনা ও গণিত মেলা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : ‘আমরা করব জয়, গণিতের ভয়’-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার সংবর্ধনা ও গণিত মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় চত্বর থেকে গোয়ালদহ চৌগাছী-সাচিলাপুর-দারিয়াপুর-মালাইনগর হয়ে প্রায় ১২ কিলোমিটার সাইকেল র্যালি করে। বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ অমরেন্দ্র নাথ দেউড়ীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কু-ু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মধুসূদন সাহা, জেলা পরিষদের সদস্য আরজান বিশ্বাস বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার ম-ল । অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান পঙ্কজ কু-ুকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জেলার শ্রেষ্ঠ অফিসার, বিদ্যালয়টির প্রধান শিক্ষককে শ্রেষ্ঠ জেলা শিক্ষক, বিদ্যালয়ের সভাপতিকে শ্রেষ্ঠ সভাপতির সম্মাননা দেয়া হয়। বিদ্যালয় চত্বরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ২০টি স্টলে গণিতের বিভিন্ন উপকরণ প্রদর্শন করে। পরে বিজয়ীদেও মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই