‘রাজনৈতিক সহিংসতা বন্ধে বিশেষ ট্রাইবুন্যাল প্রয়োজন’
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে কানাডার আদালতে দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি রুখতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে প্রতিক্রিয়া জানান দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি যে সহিংস ঘটনা ঘটিয়েছিল, তা বন্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে রাজনীতির নামে সহিংস ঘটনার পুনরাবৃত্তি না হয়।
এ রায়ের পর বিএনপির রাজনীতিতে ও নেতৃত্বে আমূল পরিবর্তন আনাও প্রয়োজন বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি যে রাজনৈতিক চরিত্র হারিয়ে একটি সন্ত্রাসী সংগঠনে রূপ নিয়েছে তা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। এই রায়ের মাধ্যমে সেটা প্রমাণিত হলো।
মন্তব্য চালু নেই