চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবতির সঙ্গে একাধিকবার সহবাস!
জীবিকার তাগিদে সৌদি আরবে কাজ করে উপার্জনের টাকা নিয়মিত পাঠিয়ে আসতো স্ত্রী সিমার কাছে। তাদের ২টি সন্তান রয়েছে রায়হান (৯) এবং রুশাত (৩)।
পরকীয়া প্রেমে নিঃস্ব হয়েছে সৌদী প্রবাসী স্বামী। ২ সন্তান, স্বর্ণালংকার সহ প্রায় ১৪ লক্ষ টাকা নিয়ে প্রবাসী স্ত্রী লঞ্চ মাস্টারের সাথে পালিয়েছে।
জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুরা ইউনিয়নের জোরখালী গ্রামের বশির আহমেদ ঢালীর মেয়ে লাইজু আক্তার সীমার সাথে সৌদি প্রবাসী একই উপজেলার চুনার চড় গ্রামের আঃ রহিমের ১২ বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়।
জীবিকার তাগিদে সৌদি আরবে কাজ করে উপার্জনের টাকা নিয়মিত পাঠিয়ে আসতো স্ত্রী সিমার কাছে। তাদের ২টি সন্তান রয়েছে রায়হান (৯) এবং রুশাত (৩)।
সব ঠিকঠাক চলে আসলেও তার স্ত্রীর সাথে একাধিক যুবকের সাথে সম্পর্ক হয় । ধীরে ধীরে তা পরকিয়ায় রূপ নিয়ে অবৈধ মেলা মেশায় পরিনত হয়।
বিদেশ থেকে পাঠানো টাকা বিভিন্ন যুবকের পিছনে খরচ করতো।
স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে এখন নিঃস্ব প্রায় প্রাবসী স্বামী। ২ সন্তান, স্বর্ণালংকার সহ প্রায় ১৪ লক্ষ টাকা নিয়ে প্রবাসী স্ত্রী লঞ্চ মাস্টারের সাথে পালিয়েছে।
জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুরা ইউনিয়নের জোরখালী গ্রামের বশির আহমেদ ঢালীর মেয়ে লাইজু আক্তার সীমার সাথে সৌদি প্রবাসী একই উপজেলার চুনার চড় গ্রামের আঃ রহিমের ১২ বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়।
জীবিকার তাগিদে সৌদি আরবে কাজ করে উপার্জনের টাকা নিয়মিত পাঠিয়ে আসতো স্ত্রী সাথীর কাছে। তাদের ২টি সন্তান রয়েছে রায়হান (৯) এবং রুশা (৩)।
সব ঠিকঠাক চলে আসলেও তার স্ত্রীর সাথে পারিজাত লঞ্চের মাস্টার নজরুল ইসলামের সাথে সম্পর্ক হয়ে যায় হঠাৎ করে।
ধীরে ধীরে তা পরকিয়ায় রূপ নিয়ে অবৈধ মেলা মেশায় পরিনত হয়। বিদেশ থেকে পাঠানো টাকা লঞ্চ মাস্টারের কাজেই ব্যবহৃত হতো স্বামীর ব্যাংক একাউন্টে না দিয়ে।
গত কোরবানীর ঈদে সৌদি থেকে ছুটি কাটাতে দেশে আসলে টাকার হিসাব না পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে। কিন্তু কোন স্বদুত্তর না দিতে পেরে ২ সন্তান সহ গত ১৪ সেপ্টেম্বর পারিজাত লঞ্চের মাস্টার নজরুল ইসলামের সাথে পালিয়ে যায়।
এ ব্যাপারে স্বামী সৌদি প্রবাসী মেহেন্দিগঞ্জ থানায় ১৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করে। জিডি নং- ৫০৮।
উল্লেখ করেন তিনি স্বর্ণালংকার সহ প্রায় ১৪ লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন।
পারিজাত লঞ্চে এ ব্যাপারে খোঁজ নিতে গেলে নাম না প্রকাশের শর্তে এক স্টাফ জানান, দীর্ঘ দিন ধরেই স্ত্রী পরিচয়ে নজরুলের সাথে বিভিন্ন হোটেলে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকতো।
প্রায় সময়ই নজরুলের সাথে বিভিন্ন হোটেলে রাত্রী যাপন করেছে বলেও জানান তিনি। এদিকে নিঃস্ব হয়ে পথে বসেছে সৌদি প্রবাসী।
গত কোরবানীর ঈদে সৌদি থেকে ছুটি কাটাতে দেশে আসলে টাকার হিসাব না পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে। কিন্তু কোন স্বদুত্তর না দিতে পেরে ২ সন্তান সহ গত ১৪ সেপ্টেম্বর সাথে পালিয়ে যায়।
এ ব্যাপারে স্বামী সৌদি প্রবাসী মেহেন্দিগঞ্জ থানায় ১৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করে। জিডি নং- ৫০৮। উল্লেখ করেন তিনি স্বর্ণালংকার সহ প্রায় ১৪ লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন।
এ ব্যাপারে খোঁজ নিতে গেলে নাম না প্রকাশের শর্তে এলাকাবাসি জানান, দীর্ঘ দিন ধরেই স্ত্রী পরিচয়ে বরিশালে বিভিন্ন হোটেলে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকতো।
প্রায় সময়ই অল্প বয়সী যুবকের সাথে বিভিন্ন হোটেলে রাত্রী যাপন করেছে বলেও জানান যায়। এদিকে নিঃস্ব হয়ে পথে বসেছে সৌদি প্রবাসী।
মন্তব্য চালু নেই