প্রথম চুমু নিয়ে মুখ খুললেন জ্যাকুলিন

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে ছবিতে অনেকবারই চুম্বন দৃশ্যে দেখা গেছে। কিন্তু তিনি প্রথম কবে চুমু খেয়েছিলেন তা তার ভক্তদের অজানা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জ্যাকুলিন জানিয়েছেন, মাত্র ১৪ বছর বয়সে প্রথমবার বয়ফ্রেন্ডকে চুমু খেয়েছিলেন তিনি। জ্যাকুলিনের সেই প্রেম টিকেছিল তিন বছর।

৩১ বছর বয়সী জ্যাকুলিন জানান, শুধু বয়ফ্রেন্ডই নয়, ছোটবেলায় বেশ কয়েকজনকে চুমু খেয়েছিলেন। তবে এ জন্য তিনি নিজেকে দোষ দিতে চান না। তার মতে, ওই সময় তিনি অনেক সরল ছিলেন, আর সবাই তার সুযোগ নিয়েছে।

সাক্ষাৎকারে জ্যাকুলিন আরও জানান, তার স্কুল জীবন কেটেছে বাহরাইনে। স্কুলে অনেক কথা বলতেন এ জন্য তাকে ‘রেডিও বাহরাইন’ বলে ডাকা হতো!

সম্প্রতি ‘রিলোডেড’ সিনেমার শুটিং শেষ করেছেন জ্যাকুলিন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। পরিচালনা করছেন রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

বর্তমানে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘জড়ুয়া টু’ সিনেমার শ্যুটিং করছেন জ্যাকুলিন। ছবিটি পরিচালনা করছেন বরুনের বাবা ডেভিড ধাওয়ান।



মন্তব্য চালু নেই