‘বিএনপি নেতাকর্মীদের অদৃশ্য করে দেওয়া নিত্যনৈমত্তিক ঘটনা’

দেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের সর্বদা পুলিশি হামলা কিংবা গ্রেফতার হওয়ার ভয়ে সন্ত্রস্ত জীবন-যাপন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের তুলে নিয়ে অদৃশ্য করে দেওয়া এখন নিত্যনৈমত্তিক ঘটনায় পরিণত করেছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার বিএনপি সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো দুইটি বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

৬ টা ১১ মিনিতে পাঠানো প্রথম বিবৃতিতে ফেনীর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদারকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আতঙ্কিত করতে সারাদেশে গ্রেফতারের হিড়িক এখন চরম মাত্রায় উপনীত হয়েছে। আওয়ামী লীগ ছাড়া দেশে অন্য কোন রাজনৈতিক দল ও দলগুলোর নেতাকর্মীদের অস্তিত্ব ধ্বংস করতেই বর্তমান শাসকগোষ্ঠীর এই নির্মম আচরণ। আর এ কারণেই সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতারভাবে বানোয়াট, ভিত্তিহীন ও হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের পথ থেকে ক্ষান্ত হচ্ছে না। যার ফলে দেশে বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে সর্বদা পুলিশি হামলা কিংবা গ্রেফতার হবার ভয়ে সন্ত্রস্ত জীবন-যাপন করতে হচ্ছে।’

দিদারুল আলমকে গ্রেফতার ওই উপজেলার ছাত্রদল নেতাকর্মীদেরকে নিরাশ কিংবা হতাশাগ্রস্ত নয় বরং তাদেরকে আরো সাহসী হতে প্রেরণা যোগাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

বিবৃতিতে দিদারুল আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার শর্তহীন মুক্তির জোর দাবি জানান।

২য় বিবৃতিটি ৭ টা ৩৩ মিনিতে পাঠানো হয়। এতে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হাকিমকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার কথা দাবি করেন। এবং পর তাকে কোথাও খুঁজে না পাওয়ায় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘আবদুল হাকিমকে আইনশৃঙ্খলা বাহিনী ইচ্ছাকৃতভাবে তুলে নিয়ে যাওয়ার পর তারা তার কোনো খোঁজ দিচ্ছে না। তার নিকটজনরা খোঁজ নিতে গেলে তারা হাকিম সাহেবকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করছে, যা খুবই উদ্বেগজনক। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই খুন, জখম, দখলবাজি ইত্যাদি অনাচারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে তুলে নিয়ে গিয়ে অদৃশ্য করে দেওয়াকে এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত করেছে। এই অদৃশ্য করাকে সরকার তাদের দুঃশাসনের অবিচ্ছেদ্য সংস্কৃতিতে পরিণত করেছে। এই সকল ঘটনা দেশের মানুষকে প্রতিদিন তীব্র থেকে তীব্রতর শঙ্কিত ও নিরাপত্তাহীন করে তুলছে। সারাদেশের মানুষ উদ্বেগ উৎকন্ঠায় ভীতি ও আশঙ্কার মধ্যে বসবাস করছে।’

এ সময় আবদুল হাকিমকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানান মির্জা ফখরুল।



মন্তব্য চালু নেই