পানির নিচে কি করছেন সৌম্য-ইমরুল-রুবেল?
ধব ধবে সাদা পানি। সেখানে তারা। অন্যদিকে প্রথম ইনিংসে পাহাড়সম রান। তাই বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন দক্ষিণাঞ্চলের ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে আনন্দ উল্লাসও জানিয়ে দিল বেশ নির্ভার দলটি।
আর এ সময় বিকেএসপির সুইমিং পুলে জলকেলিতে মাতলেন তারা। এরই ফাঁকে পানির নিচে ফটোশুটেও ব্যস্ত হয়ে পড়লেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও খালেদ মাসুদ পাইলট।
পানির নিচে ফটোশুট তারকাদের জন্য নতুন কিছু নয়। বিজ্ঞাপনচিত্র থেকে শুরু করে অনেক কাজেই তা করতে হয় তাদের। আর তা সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দেনও তারকারাই। তবে সৌম্য, ইমরুল, রুবেলরা করেছেন নিচক বিনোদনের জন্যই। আর সে ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেন দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।
আগামী মাসেই শ্রীলংকায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে দেশের শততম টেস্ট খেলবে টাইগাররা। তাই তার আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলছেন ক্রিকেটাররা। তবে খেলার ফাঁকে নিজেদের চাঙ্গা রাখতে উৎসব-আড্ডায় মাতেন ক্রিকেটাররা।
মন্তব্য চালু নেই