হাত নেই পা দিয়েই বোলিং করেন যে খেলোয়াড়

জীবনে যে প্রতিবন্ধকতাই আসুক তাকে মেনে নিয়েই যে এগিয়ে যেতে হয় তা খুব ভাল করে জানেন ২০ বছর বয়সী আমির। সময়ের জনপ্রিয় খেলা ক্রিকেট, আর এ জনপ্রিয় খেলার খেলোয়াড় হওয়ার স্বপ্ন প্রতিটি তরুণের। সে স্বপ্ন সেও দেখে। কিন্তু আর দশজন তরুণের মত স্বাভাবিক নয় আমিরের জীবন। ৮ বছর বয়সে এক ভয়ংকর দুর্ঘটনায় হারাতে হয় দুই হাত। কিন্তু হারায়নি ক্রিকেটার হওয়ার স্বপ্ন। হাত নেই তো তাতে কি। মনের বল তাকে সেই প্রতিবন্ধকতা জয় করতে সাহায্য করছে। ব্যাট বলের অসাধারণ পারফর্ম্যান্স তাকে জায়গা করে দিয়েছে জম্মু-কাশ্মীরের রাজ্য দলে। দুই হাত না থাকলেও পা দিয়েই অসাধারণ কৌশলে বোলিং, ফিল্ডিং করার পাশাপাশি ব্যাটিংও করে থাকেন তিনি। গলা ও কাঁধের মাঝে ব্যাট ধরে অনায়াসেই চার ছক্কা মারেন তিনি।



মন্তব্য চালু নেই