মাগুরা জেলা জাতীয় পার্টির আলাচনা সভা অনুষ্টিত

মাগুরা প্রতিনিধি : মহান ২১শে ফেব্রেয়ারী ও আন্তর্জাতিক মাতূভাষা দিবস উজ্জাপন উপলক্ষে আজ শনিবার মাগুরা জেলা জাতীয় পার্টির উদ্দগে এক আলাচনা সভা অনুষ্টিত হয়। মাগুরা জেলা জাতীয় পার্টির জেলা কার্যলায়ে অনুষ্টিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পাটির চেয়ারম্যানের উপোদেষ্টা পরিশদের সদস্য এ্যাড. হাসান সিরাজ সুজা। এ ্সময় অন্যান্যর মধ্যে উপস্তিত ছিলেন মাগুরা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি এ্যাড. রতন কুমার মিত্রসহ জেলা যুব সংহতি, জেলা কৃষক পার্টির, ছাত্র সমাজসহ মাগুরা জেলা উপজেলার নেতা কর্মী বৃন্দ।



মন্তব্য চালু নেই