নিজের প্রেমিকের সঙ্গে না, দীপিকার ভ্যালেন্টাইনস্ ডে অন্য কারো সাথে
রণবীর সিংহের সঙ্গে তাঁর জমাটি প্রেম চলছে। এ জল্পনা বলিউডে তো নতুন নয়। সে কারণেই বি-টাউনের একটা বড় অংশ ভেবেছিলেন, ভ্যালেন্টাইনস্ ডে-র দিন রণবীরের সঙ্গেই সময় কাটাবেন দীপিকা পাড়ুকোন।
রোম্যান্টিক ডিনার বা লং ড্রাইভ— কখনও না কখনও তাঁদের ফ্রেমবন্দি করতে পারবেন পাপারাত্জিরা। কিন্তু সে গুড়ে বালি। দীপিকা ভ্যালেন্টাইনস্ ডে সেলিব্রেট করলেন।
সে ছবি ঘটা করে শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সঙ্গে রণবীর নেই!নিজের প্রেমিকের সঙ্গে না, দীপিকার ভ্যালেন্টাইনস্ ডে কাটালেন অন্য কারো সাথে। তবে কে?
সে দিন সঙ্গে ছিলেন দীপিকার স্টাইলিস্ট শালিনা নাথানি। নিউ ইয়র্কে শালিনার সঙ্গেই ভ্যালেন্টানস্ ডে কাটিয়েছেন নায়িকা। একসঙ্গে সেরেছেন ব্রেকর্ফাস্ট। নিউ ইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিতে আপাতত সেখানেই রয়েছেন দীপিকা। তিনি ওয়েব দুনিয়ায় বার্তাও দিয়েছেন যে, মিস করছেন তাঁর বান্ধবীদের।
মন্তব্য চালু নেই