৬৪ বছরে জমজ সন্তানের জন্ম!
উত্তর স্পেনের একটি ছোট্ট শহরের ৬৪ বছর বয়সী নারী জমজ সন্তানের জন্ম দিয়েছেন। যুক্তরাষ্ট্রে ভিত্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে গর্ভধারণ করেছিলেন সেই ৬৪ বছর বয়সী নারী। জমজ দুই সন্তানের একজন ছেলে ও অপরজন মেয়ে।
স্পেনের প্রখ্যাত পত্রিকা এল মান্দো জানিয়েছে যে দুটো বাচ্চাই সুস্থ আছে। ৬৪ বছর বয়সী সে মায়ের নাম প্রকাশ করেনি পত্রিকাটি। খবরে আরও জানা যায় ছয় বছর আগে একই প্রক্রিয়ায় একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সেই মা।
তবে বেশি বয়সে জমজ সন্তান জন্মদানের দিক থেকে স্পেনে তিনি দ্বিতীয়। কারমেন বুসাদা নামে ৬৭ বছর বয়সী অপর একজন নারী জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। সন্তান জন্মদানের তিনবছর পর তিনি মারা গিয়েছিলেন।
তবে সদ্য জমজ সন্তানের জন্ম দেওয়া ৬৪ বছর বয়সী নারী ও তার সন্তানদ্বয় সুস্থ আছে বলে জানা যায়।
সূত্র: ফক্স নিউজ
মন্তব্য চালু নেই