আইপিএল মাতাবেন শাহরুখ,,, মাধুরী ও দীপিকা

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর্দা উঠছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। তাহলে কি বিশ্বের অন্যতম আকর্ষনীয় এই ক্রীড়া উৎসব জৌলুস হারাবে? এমন প্রশ্ন অনেক আইপিএল প্রেমিরই। তাদের জন্য সুখবর- বরাবরের মতো এবারও আইপিএলের পর্দা উঠবে বলিউডের জনপ্রিয় তারকাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে। আর দুবাইয়ে ১৬ এপ্রিল শুরু হতে যাওয়া মাঠের লড়াইয়ের আগের রাতে দুবাই মাতাবেন বলিউড বাদশা শাহরুখ খান, দীর্ঘদিন বলিউড শাসন করা মাধুরী দীক্ষিত ও বর্তমান সময়ের হার্টথ্রব দীপিকা পাডুকোন। জানা গেছে, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও দীপিকা পাডুকোন ছাড়াও বেশ কিছু তারকা একটি ব্যক্তিগত ডিনার পার্টিতে আতিথ্য নেবেন। এ অনুষ্ঠানে মাধুরী মূল পারফরমারের ভূমিকায় থাকবেন। আর হ্যাপি নিউ ইয়ার জুটি শাহরুখ ও দীপিকাও অনুষ্ঠানে পারফর্ম করবেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখন পর্যন্ত আইপিএল উদ্বোধনী নিয়ে কোন পরিকল্পনার কথা জানায়নি। তবে ১৬ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্সের। পুরো এপ্রিল জুড়েই সংযুক্ত আরব আমিরাতে চলবে বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষনীয় এই ক্রীড়াযজ্ঞ। আর ২ মে ভারতে নির্বাচন শেষে স্ব-ভূমে ফিরে যাবে আইপিএল।
তবে ক্রিকেটের সংক্ষিপ্ততম এই প্রতিযোগিতাটি ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে অবৈধ বেটিং ও ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে। আর এবারের আসরটি সংযুক্ত আরব আমিরাতে হওয়ায় বিসিসিআইকে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে ভারত সরকার। কারণ সংযুক্ত আরব আমিরাত জুয়াড়িদের স্বর্গরাজ্য হিসেবেই বিশ্বজুড়ে চিহ্নিত।

































মন্তব্য চালু নেই