ইউলিয়া বিহীন সালমান আবারও একা
বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে রোমানীয় টিভি তারকা ইউলিয়া ভেঞ্চুরের প্রেমের সম্পর্ক নতুন দিকে মোড় নিয়েছে। ইউলিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সালমানকে একা করে ইউলিয়া নিজ দেশে ফিরে যান। অবশ্য ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সালমান অনেক চেষ্টা করেছিলেন। তবে ইউলিয়া ভিসা বাড়িয়ে আবারও ভারতে ফিরবেন।
সালমানের সঙ্গে বন্ধুত্বের সুবাদে ‘ও তেরি’ ছবির একটি আইটেম গানে অংশ নেওয়ার সুযোগ পান ইউলিয়া। গত মার্চ মাসে সিনেমাটি মুক্তি পেয়েছিল। সালমান যেন এবারে ইউলিয়াকে বলিউডে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছেন। গত নভেম্বরে সালমানের ছোট বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে বেশির ভাগ সময় সালমানের পাশাপাশি ইউলিয়াকে দেখা যায়। সালমানের ভাব দেখেই সবাই বুঝে নেয় ইউলিয়াই সালমানের বর্তমান গার্লফ্রেন্ড।
ইউলিয়ার যেন অর্পিতার বিয়েতে অংশ নিতে কোন সমস্যাই না হয়, সে জন্য সালমান মুম্বাইয়ে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পাশে একটি পাঁচ তারকা হোটেলে ইউলিয়ার থাকার ব্যবস্থা করেছিলেন।
মন্তব্য চালু নেই