সীমাখালি ব্রিজ ভেঙে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ সোমবার সকালে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার সীমাখালীর চিত্রা নদীর উপর তিনটি যানবহনসহ ব্রীজ ধ্বসে সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে । এ ঘটনায় এক সাইকেল আরোহীসহ দুইজন আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বেনাপোল থেকে যাতায়াতকারী যানবাহন গুলোকে বিকল্প হিসেবে ঝিনাইদহ হয়ে প্রায় ৩০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করছে। প্রায় ৫০ টন ভারি দুটি ১০ চাকার পাথর বোঝায় ট্রাক ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রীজ ধ্বসের এ ঘটনা ঘটে । শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, সোমবার সাকাল সাড়ে ১০ টার দিকে দশ চাকার দুটি ট্রাক ও একটি পিকআপসহ সীমাখালী ব্রীজ পার হওয়ার সময় ব্রীজ ধ্বসে যায়। এতে ব্রীজের উপর থাকা এক সাইকেল আরোহীসহ দুইজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।

মাগুরা সড়ক ও জনপথ বিভাগের সহকারি প্রকৌশলী খলিলুর রহমান জানান, মাগুরা-যশোর সড়কের সীমাখালী ব্রীজ দিয়ে ১০ টন বোঝায় যানবহান চলাচলের উপযোগী হলেও ঘটনাস্থলে ১০ চাকার পাথর বোঝায় প্রায় ৫০ টন ওজনের দুটি ট্রাক ব্রীজের উপর উঠে যাওয়ায় ব্রীজ ধসের এ ঘটনা ঘটে । তবে বিকল্প পথে যানবহন চালাচলের ব্যবস্থাও করা হয়েছে।

শালিখা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমী মজুমদার জানান, যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ চালিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুটি ১০ চাকার পাথর বোঝায় প্রায় ৫০ টন ভারি ট্রাক ব্রীজের উপর উঠে পার হওয়ার সময় এ ঘটনা বলে প্রাথমিকভাবে ধারনা করছে প্রত্যক্ষদর্শীরা। ভারি ক্রেন দিয়ে উদ্ধার তৎপরতা চালানোর জন্য সড়ক বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুতই উদ্ধার তৎপরতা শুরু হবে বলে সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই