গত বছরের সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ড কোনটি?
যদি আপনাকে প্রশ্ন করা হয় ২০১৬ সালে কোন পাসওয়ার্ডটি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে? আপনি হয়তো কয়েকবার মাথা চুলকে অনুমান করার চেষ্টা করবেন। সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ডটি হচ্ছে ‘123456’। এমনকি গত বছরেও সবচেয়ে বাজে পাসওয়ার্ডের তালিকার মধ্যে আছে ‘password’ ও ‘123456’। আর এ বছরে সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় জায়গায় পেয়েছে ‘123456789’ ও ‘qwerty’। অনলাইনে ফাঁস হওয়া প্রায় এক কোটি পাসওয়ার্ড বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসওয়ার্ড ব্যবস্থাপনা সংস্থা কিপার সিকিউরিটি।
এক্সপার্টদের ইনফরমেশন অনুযায়ী শীর্ষ ১০টি পাসওয়ার্ডের মধ্যে চারটিতে ছয় অক্ষর বা তার চেয়েও কম অক্ষর ব্যবহার করা হয়েছে। ওই তালিকায় স্থান পাওয়া পাসওয়ার্ডের মধ্যে রয়েছে—‘12345678’, ‘111111’, ‘1234567890’, ‘1234567’, ‘password’, ‘123123’, ‘987654321’।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, এখনকার পাওয়ারফুল পাসওয়ার্ড ভাঙার সফটওয়্যারগুলোর কাছে এসব দুর্বল পাসওয়ার্ড ভাঙা সেকেন্ডের বিষয়। যেসব ওয়েবসাইটে এই ধরণের পাসওয়ার্ড ব্যবহার হয় তার ইউজার হয় দায়িত্বজ্ঞানহীন কিংবা অলস। প্রায় ১৭ শতাংশ ইউজার তাঁদের অ্যাকাউন্টের সিকিউরিটি কোড ‘123456’ এই পাসওয়ার্ড দেন।
মন্তব্য চালু নেই