বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রে কলকাতার নায়িকা নুসরাত

‘হরিপদ ব্যান্ডওয়ালা’কে নিয়ে এখন ব্যস্ত আছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। সম্প্রতি নুসরাত অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে। এছাড়াও তার করা ‘জুলফিকার’, ‘পাওয়ার’, ‘লাভ এক্সপ্রেস’, ‘শত্রু’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’, ‘কেলোর কীর্তি’ ছবিগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এবার বাংলাদেশে অভিষেক ঘটতে যাচ্ছে নুসরাতের। সালেহ উদ্দীনের পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাঁকে। ৯ ফেব্রুয়ারি রাতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাভানা প্লাস্টিক ও কিচেন সিরিজের বিজ্ঞাপনে তার সঙ্গে বাংলাদেশের একজন প্রথম সারির নায়কও থাকবেন বলে জানিয়েছেন পরিচালক।

পরিচালক বলেন, ‘আগামী মাসেই শুটিংয়ের পরিকল্পনা করেছি। সবে পাণ্ডুলিপির কাজ শেষ হয়েছে। সংলাপগুলোতে মজা রেখেছি। বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে বলে আশা করছি।’



মন্তব্য চালু নেই