স্বপ্নের নায়ক জিৎকে একনজর দেখতে শপিংমল জুড়ে হইচই!

ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। প্রায় সমস্ত টিভিতেই তখন সুপারস্টার জিতের বিভিন্ন ছবির গান চলছে। কখনও কোয়েল মল্লিক, কখনও নুসরাত জাহান, কখনও বা শুভশ্রী-র সঙ্গে বিদেশি লোকেশনে দুরন্ত রোম্যান্স, নাচ-গান। তার মধ্যেই এলেন জিত্‍। খবর ইন্ডিয়া টাইমসের।

তার সঙ্গে সঙ্গেই রোববার কলকাতার হুগলি নদীর তীরের শপিংমল জুড়ে হইচই। এক বার কাছ থেকে দেখার আর্জি। শুধু দেখেই থেমে থাকলেন না অনুরাগীরা। যদি স্বপ্নের নায়কের সঙ্গে একটি বার স্ক্রিন শেয়ার করা যায়! এই আশায় কাতারে কাতারে মানুষ ঢুকে পড়লেন অনুষ্ঠানের জায়গায়। তার মধ্যেই জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭ – ইস্ট –এর দ্বিতীয় সংস্করণের ঘোষণা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্মফেয়ার পত্রিকার সম্পাদক জিতেশ পিল্লাই এবং অবশ্যই অভিনেতা জিত্‍। অনুষ্ঠানে জিতেশ বলেন, ‘ফিল্মফেয়ার বরাবরই ভালো সিনেমাকে উত্সাতহ দিয়ে এসেছে। আর পূর্ব ভারতের সিনেমা, বিশেষত বাংলা সিনেমা দীর্ঘ দিন ধরে দারুণ সব ছবি উপহার দিয়ে এসেছে। তাই অত্যন্ত আনন্দের সঙ্গে জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭ ইস্ট-এর দ্বিতীয় সংস্করণের ঘোষণা করছি। আগামী ২৫ ফেব্রুয়ারি সায়েন্স সিটি অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান হবে। আশা করি, অনুষ্ঠান আগের বারের মতোই বর্ণাঢ্য এবং স্বকীয় হবে।’

জিত্‍-ও এ ব্যাপারে সহমত পোষণ করেন। তিনি বলেন, ‘পূ্র্ব ভারতের সিনেমাকে অলঙ্কৃত করার জন্য ফিল্মফেয়ারকে অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত গর্বিত যে জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭ ইস্টের সঙ্গে যুক্ত হতে পেরেছি।’

অ্যাওয়ার্ড-কে স্বাগত জানালেও প্রতিযোগিতা শব্দে আপত্তি রয়েছে জিতের। তিনি বলেন, ‘আমি দেখি গত কালের সঙ্গে আজকের দিনটা আরও ভালো করতে পারলাম কি না। পুরস্কার সব সময়ই আনন্দ দেয়। বিশেষত যদি আপনার অ্যাওয়ার্ড কেসে ‘ব্ল্যাক লেডি’ শোভা পায়। তবে তার সঙ্গে প্রতিযোগিতার সঙ্গে এ কোনও সম্পর্ক নেই। আমি নিজের সঙ্গেই প্রতিযোগিতা করি। প্রতিনিয়ত আরও ভালো অভিনয় করা এবং মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি।’



মন্তব্য চালু নেই