হুমা কুরেশির সঙ্গে সম্পর্ক, মুখ খুললেন সোহেল

সোহেল খানের সঙ্গে হুমা কুরেশির সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে বলিউডে। কয়েকদিন আগে হুমা কুরেশি নিজেই বলেছিলেন কিছু কথা। এবার মুখ খুললেন সোহেল।

গত বছরের শুরুর দিকে হুমা কুরেশি ও সোহেল খানের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। শোনা গিয়েছিল, এই সম্পর্কের কারণে নাকি সোহেলের পরিবারেও ভাঙন ধরেছিল। বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন সোহেলের স্ত্রী সীমা খান। আবার এও শোনা যায়, সীমার সঙ্গে ঝামেলা এতটাই চরমে ওঠে যে সোহেল বাড়ি ছেড়ে বান্দ্রার সেন্ট পলস রোডের অ্যাপার্টমেন্টে চলে যান। কিন্তু এই খবরের মাসখানেক পর শোনা যায় দু’জনের সম্পর্ক নাকি আবার আগের মতো হয়ে গেছে। সীমা ও সোহেল একসঙ্গেই থাকছেন।

এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সোহেল। জানিয়েছেন, পুরো ঘটনাটাই গুজব। তাঁর পরিবার জানে কোনটা সত্যি, কোনটা নয়।

কিছুদিন আগে হুমা জানিয়েছিলেন, তাঁর দিকটি আগেই পরিষ্কার করে দিয়েছেন। তাঁর নতুন করে কিছু বলার নেই। যারা তাঁর আর সোহেলকে নিয়ে লিখছেন, তাঁরা সম্ভবত তাঁদের পারিশ্রমিকের সদ্ব্যবহার করেছেন। ১৮ ফেব্রুয়ারি থেকে টেলিভিশনে আসছে ছোটে মিঞা। এটি ছোটোদের রিয়্যালিটি কমেডি শো। এখানে বিচারকের আসনে দেখা যাবে সোহেলকে।



মন্তব্য চালু নেই