অস্ট্রেলিয়ার অধিনায়কত্বে স্টিভেন স্মিথ

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেরিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের বাকিটা খেলতে পারবেন না তিনি। ক্লার্কের বিকল্প হিসেবে অধিনায়ত্ব তুলে দেয়া হয়েছে স্টিবেন স্মিথের কাঁধে।

অধিনায়ক নির্বাচিত হওয়ার সম্ভাবনায় ব্র্যাড হাডিনের নামই বেশি উচ্চারিত হচ্ছিল। তবে তাকে সহ অধিনায়কের দায়িত্বের জন্য নির্বাচিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মঙ্গলবার থেকে ব্রিসবেনে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। আরে তাতে ৪৫তম অসি অধিনায়ক হিসেবে মাঠে নামবেন স্টিভেন স্মিথ।

তিনি বলেন, ‘এত দ্রুত এই দায়িত্ব পাওয়াটা সত্যিই রোমাঞ্চকর। আর টেস্টে দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়াটাও আমার জন্য সৌভাগ্যের। ঘরোয়া আসরে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে আমার। আমি সামনে থেকেই অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেয়ার চেষ্টা করবো।’



মন্তব্য চালু নেই