ম্যাসাজ দেওয়ার নামে ধর্ষণ, আসল রহস্য ফাঁস

প্রতীককুমার আগরওয়াল নিজের পরিচিতি তৈরি করেছিলেন যোগ গুরু হিসেবে। কিন্তু তার আড়ালে সে যে কী কাণ্ডকারখানা চালাত, অবশেষে তার সেই কার্যকলাপ ফাঁস হল। তান্ত্রিক ম্যাসাজ দেওয়ার নামে এক নারীকে ধর্ষণের অভিযোগে ভারতের গোয়ায় গ্রেফতার করা হল এই যোগ গুরুকে।

এই যোগ গুরুর বিরুদ্ধে অভিযোগ, উত্তর গোয়ার কোরগাঁও গ্রামে গত ২ ফেব্রুয়ারি তান্ত্রিক মাসাজের নাম করে এক মার্কিন নারীকে ধর্ষণ করেন তিনি। অতীতেও কানাডার বাসিন্দা এক নারীর সঙ্গেও একই কাণ্ড ঘটিয়েছিল আরও একটি অভিযোগ পাওয়া যায় এই যোগ গুরুর বিরুদ্ধে।

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, ওই যোগ গুরুর কাছে সাত দিনের বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য গত ৩১ জানুয়ারি গোয়া পৌঁছান ওই মার্কিন নারী। একটি ওয়েবসাইটের মাধ্যমে এই কোর্সটির জন্য অনলাইন রেজিস্ট্রেশন করেন তিনি। বিভিন্ন দেশ থেকে আরও সাতজন এই প্রশিক্ষণ নিতে এসেছিলেন সেখানে।



মন্তব্য চালু নেই