বন্ধ হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কার ‘কোয়ান্টিকো’ সিরিজ
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। সেকেন্ড সিজনে প্রত্যাশিত টিআরপি না পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
২০১৫ নাগাদ প্রিয়াঙ্কা চোপড়ার কেরিয়ারের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল ‘কোয়ান্টিকো’। প্রথম সিজনে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর কয়েক মাস হল টেলিকাস্ট শুরু হয়েছে দ্বিতীয় সিজনের।
কর্তৃপক্ষ জানিয়েছেন, এটা নিয়ে অফিশিয়ালি এখনই কিছু বলা সম্ভব নয়। এ নিয়ে এখনো মুখ খোলেননি প্রিয়াঙ্কা চোপড়া।
প্রিয়াঙ্কার মুখপাত্র গোটা বিষয়টাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ এক ব্যক্তি বললেন, আমি যতদূর জানি প্রিয়াঙ্কা এখনও ‘কোয়ান্টিকো’র শুটিং করছে। আর কয়েক দিনের মধ্যেই তো থার্ড সিজনের ঘোষণাও হবে শুনলাম!
মন্তব্য চালু নেই