মেয়র মিরু আওয়ামী লীগ থেকে বহিষ্কার

সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত চিঠি বুধবার রাতে মিরুর বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের জরুরি সভা আহ্বান করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগে আপনাকে (মিরু) সাময়িক বহিষ্কার করা হয়েছে। আপনাকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় বরাবর জবাব পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

বহিষ্কার আদেশের অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বরাবর প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই