শুধু সেলফি তুলতে কুকুরের দু’কান কাটলো দুই বর্বর!
শুধুমাত্র ‘ব্যতিক্রমী’ সেলফি তোলার নেশায় রাস্তার নিরীহ কুকুরের দুই কান ছুরি দিয়ে কেটে নিল দুই যুবক! এরপর সেই কাটা কান দু’টি দু’জনে ধরে দাঁড়িয়ে সেলফি তোলে। নিরীহ কুকুরটি তখন দু’জনের মাঝখানে বসে যন্ত্রনায় কাতরাচ্ছে। বিকৃত মনের ক্ষুধা মেটাতে করা এমন বর্বর কাণ্ড তারা ভিডিও করে রাখে। তুরস্কের ইস্পার্টা শহরের এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়।
প্রাণিদের উপর মানুষের অত্যাচারের নানা নজির মাঝে-মধ্যেই আসে খবরের শিরোনামে। মাস কয়েক আগে ভারতের চেন্নাইয়ে এক ব্যক্তির বহুতল ভবনের ছাদ থেকে একটি কুকুরকে ছুড়ে ফেলার ঘটনা এখনো স্মৃতি থেকে মুছে যায়নি। তুরস্কের এই দুই যুবকের কীর্তি যেন সব নৃশংসতা ছাপিয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, সেলফি তুলবে বলে একটি কুকুরকে তারা তাড়া করে ধরে। তারপর ছুরি দিয়ে কুকুরটির কান কেটে ফেললো। এরপর কান দু’টি হাতে নিয়ে তারা সেলফি তোলে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দুই যুবককেই গ্রেফতার করেছে পুলিশ। তুরস্কের বন্যপ্রাণি আইনে তাদের একহাজার ১৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
মন্তব্য চালু নেই