নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চার শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক।
বুধবার ভোররাতে উপজেলার আষাড়িয়ার চর এলাকার এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের জানান, ট্রাকটি একটি প্যাকেজিং কারখানার কার্টন বহন করছিল। ট্রাকের উপরে ছিলেন দশজন শ্রমিক। আষাড়িয়ার চর এলাকার চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুইজন।
ওসি জানান, আহত শ্রমিকদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
মন্তব্য চালু নেই