পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিল নারী দল
প্রতিপক্ষের সামনে মাত্র ২১৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। নারী বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে এই লক্ষ্য খুব একটা বড় না হলেও পাপুয়া নিউগিনি এই রান টপকাতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তাই বাংলাদেশ নারী দল ১১৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে।
শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে ফারজানা হক (৫১) ও শারমিন আক্তারের (৫৬) হাফ সেঞ্চুরিতে এই সংগ্রহ গড়ে।
এই লক্ষ্য তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি শুরুতেই যে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পরে আর তা কাটিয়ে উঠতে পারেনি। মাত্র ৯৭ রানে ইনিংস গুটিয়ে নেয় তারা।
জাহানারা আলম, পান্না ঘোষ, সালমা খাতুন ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান। একটি উইকেট নেন খাদিজা তুল কোবরা।
এর আগে এই আসরের প্রস্তুতি ম্যাচেও দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জিতেছিল তারা।
মন্তব্য চালু নেই