মিসরকে হারিয়ে আফ্রিকা-সেরা ক্যামেরুন

আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে আগের দুবারের সাক্ষাতেই ক্যামেরুনকে হারিয়ে শিরোপা জিতেছিল মিসর। এবার ফলাফল হলো ভিন্ন। রোববার রাতে রোমাঞ্চকর লড়াই শেষে মিসরকে হারিয়ে শিরোপা-উৎসবে মেতে ওঠে ক্যামেরুন। নীল নদের দেশকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান-সেরার মুকুট পরে দেশটি।

শিরোপার লড়াইয়ে প্রথমে এগিয়ে গিয়েছিল মিসরই। ২২তম মিনিটে মোহামেদ এলনেনির দারুণ গোলে লিড নেয় টুর্নামেন্টের রেকর্ড সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়নরা। ৫৯তম মিনিটে নিকোলাস এনকোলুর গোলে সমতায় ফেরে ক্যামেরুন।

ম্যাচে সমতা ফেরার পর শিরোপার জন্য মরিয়া আক্রমণ করতে থাকে মিসর ও ক্যামেরুন। তবে কোনো সফলতাই দেখছিল না দল দুটি। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে মিসরের হৃদয় ভেঙে ক্যামেরুনকে উৎসবে মাতান বদলি হিসেবে মাঠে নামা ভিনসেন্ট আবুবকর। মিসরের ডিফেন্ডার আলি গাবরের মাথার ওপর দিয়ে দারুণ ফ্লিকে বল নিয়ে এগিয়ে গিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। আর তাতেই ১৫ বছর পর আফ্রিকান-সেরা মুকুট পরে ক্যামেরুন।

মিসরকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের দ্বিতীয় সফল দলে পরিণত হয় ক্যামেরুন। মিসরের সাত শিরোপার বিপরীতে ক্যামেরুন রোববার পঞ্চম শিরোপা জিতে নেয়। ঘানা চারবার এবং নাইজেরিয়া তিনবার শিরোপা জয় করে।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে ক্যামেরুনকে হারিয়ে শিরোপা জিতেছিল মিসর। এরপর ২০০৮ সালেও শেষ হাসি হাসে নীল নদের দেশ। তবে এবার আগের দুই হারের বদলা নিয়ে শিরোপা উৎসব করে ক্যামেরুন।



মন্তব্য চালু নেই