লেখিকার স্মরণসভায় আরেক লেখিকার মৃত্যু

সদ্য প্রয়াত রম্য লেখিকা ফাহমিদা আমিনের স্মরণসভায় নিজের বক্তব্য শেষ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের আরেক লেখিকা জেসমিন খান।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই ঘটনা ঘটে। প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে রম্য লেখিকা ফাহমিদা আমিনের স্মরণসভার আয়োজন করেছিল প্রফেসর মোহাম্মদ খালেদ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মজনু জানান, ফাহমিদা আমিনের স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লেখিকা জেসমিন খান। স্মরণসভা শুরুর পর জেসমিন খান ফাহমিদা আমিনকে স্মরণ করে বক্তব্য রাখেন এবং প্রয়াত লেখিকার উদ্দেশে একটি চিঠি পাঠ করেন।

নিজের বক্তব্য শেষ করে আসনে বসার পরপরই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিক তাকে প্রেসক্লাবের কাছেই একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিলো ৫৯ বছর।

লেখিকা জেসমিন খানের আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।



মন্তব্য চালু নেই