সিনেমা বানাবেন ক্রিকেটপাগল রমিজ রাজা: নায়কের নাম শুনলে চমকে যাবেন

ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক বেশ পুরনো। আরও একবার তৈরি হয়েছে ক্রিকেট ও বলিউডের মেলবন্ধন দেখার সম্ভাবনা। আর তাতে অংশীদার হতে পারে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান।

শুক্রবার জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রজিম রাজা। ক্রিকেটকে উপজীব্য করেই তিনি নাকি বানাতে চান নিজের প্রথম সিনেমা।

ছবিতে ক্রিকেট দিয়ে সন্ত্রাস দমনের বার্তাই নাকি দিতে চান প্রযোজক রমিজ। আর প্রযোজক হিসেবে নিজের প্রথম ছবিতে নায়ক হিসেবে তার পছন্দ বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিক রূপ পায়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, শুধু নায়ক নয়, ছবির জন্য পছন্দের নায়িকাদের একটি ছোট তালিকাও নাকি করে ফেলেছেন রমিজ। স্বদেশি মাহিরা খানের প্রশংসায় আগে থেকেই পঞ্চমুখ তিনি, তবে জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিষয়েও তিনি আগ্রহী বলে ঘনিষ্টজনদের নাকি জানিয়েছেন।

আর সব কিছু অনুকূলে থাকলে শিগগিরই সিনেমা তৈরির আনুষ্ঠানিক ঘোষণা এবং কলা-কুশলীদের নাম জানাবেন রমিজ— এমনটা জানাচ্ছে ওই সূত্র।



মন্তব্য চালু নেই