মেসি-নেইমারের বার্সায় ফেরা নিশ্চিত রোনালদিনহোর
২০০৩ সালে প্যারিস সেন্ত-জার্মেইয়ে যোগ দেওয়ার আগে পাঁচ বছর বার্সেলোনায় কাটিয়েছেন রোনালদিনহো। শোনা যাচ্ছে সাবেক ক্লাবের টানে আবরো ফিরছেন তিনি। তবে এবার অন্য ভূমিকায়।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বার্সেলোনা নিশ্চিত করেছে, একজন দূত হিসেবে তাদের সঙ্গেসমঝোতায় পৌঁছেছেন রোনালদিনহো। ক্লাবটি জানায়, আগামী বছরগুলোতে বিভিন্ন ধরনের ইভেন্ট ও কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব করবেন তিনি। ইউনিসেফের বিভিন্ন সংশ্লিষ্ট কাজেও এফসি বার্সেলোনা ফাউন্ডেশনের হয়ে যোগ দেবেন ব্রাজিলিয়ান তারকা।
শুক্রবার এক ইভেন্টে রোনালদিনহো প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোম্যুর উপস্থিতিতে ন্যু ক্যাম্পে একটি চুক্তিপত্রে আনুষ্ঠানিকভাবে সাক্ষর করবেন।
এর আগেও বার্সার হয়ে দূতের দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত বছরের শেষদিকে ক্লাবের নিউ ইয়র্ক অফিস উদ্বোধনে ছিলেন রোনালদিনহো।
মন্তব্য চালু নেই