এ মাসে দেশে ফিরছেন শাবনূর

আগামী ১০ ফেব্রুয়ারি দেশে ফিরবেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন।

শাবনূরের মা মা আমেনা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এতোদিন মেয়ের সাথে ছিলেন। সেখান থেকেই গতকাল ফিরেছেন। গতবারের চেয়ে এবার লম্বা সময় দেশে থাকবেন এ অভিনেত্রী। সন্তান আইজান নেহানসহ শাবনূর বেশ ভালো আছে।

শাবনূর সর্বশেষ অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’-এর শুটিংয়ে অংশ নেন। এছাড়া চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক তার ‘এত প্রেম এত মায়া’ নামের ছবিতে তাকে চুক্তিবদ্ধ করলেও এখনো ক্যামেরার সামনে আসেননি শাবনূর। তবে এ ছবিতে শাবনূর ফেরার পর কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন ছবির পরিচালক মানিক।

গতবার দেশে ফেরার পর শাবনূর নিজে কোনো চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার বিষয়ে কিছু ভাবছেন কি-না তা জানতে চাইলে জবাবে বলেছিলেন, পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। তবে আমার ছেলে আইজান নেহান এখনো অনেক ছোট। কখন কি করে ফেলে তার ঠিক নেই। আমি চাই ও আরেকটু বড় হোক। তারপর বেশকিছু কাজ করতে চাই। কারণ এ দেশের চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। পরিচালনা বা প্রযোজনা করার ইচ্ছে অবশ্যই আমার আছে। তবে সেটা এখনই নয়। সময় হলে আমি অবশ্যই শুধু ক্যামেরার সামনে নয় পেছনেও কাজ করব।



মন্তব্য চালু নেই